ডাঃ আমার বৌমা
কাজী আলম ভূঁঞা


ছেলে আমার উচ্চ শিক্ষিত
বৌমা ও আমার তাই
ডাক্তার দেখে বিয়া করাইছি
আব্বা ডাকে নাই।


কুরমা পোলাও কইরা রাখছে
খাওয়াবে তার বৌ-মারে,
বছর ঘুরে  ঈদ আইছে
বৌমা আছে শহরে।


বৌমার টানে ছেলে গেছে
ঈদ যে হলো মাটি
উচ্চ-শিক্ষিত ছেলে বানাইয়া
দুঃখ হইলো ঘাঁটি।


ছেলে আমার ডাক্তার হবে
চিকিৎসা করবে সবার,
ছেলে, বৌমা দু'জন ডাক্তার
হার্টের রোগ বেড়েছে আমার।


উচ্চ শিক্ষা অর্জন করেও
সাগরে ডুবে যায়
নৈতিকতার শিক্ষা পেলে
চাঁদ নাগাল পায়।


পুত্র, বৌমা দু'জন ডাক্তার
গর্ব করে বলি,
চাপা কষ্ট ভিতরে রেখে
দোয়া করিয়া চলি।