দুষ্টু ছেলে


আমার একটা দুষ্ট ছেলে
নাসিফ তার নাম
সবাই যদি-ও ভালো বলে
দুষ্টামি তার কাম।


সবাই যখন পড়তে বসে
শব্দ করে পড়ে
নাসিফ ভূঁঞা পড়তে বসে
নিঃশব্দে সে ঘরে।


পড়ার টেবিলে ফাঁকি বাজি
অজুহাতের নেই অভাব
ধমকের কোন শব্দ পেলেই
পড়াটা তার স্বভাব।


ক্রিকেট খেলতে দুষ্টু ছেলে
সার্কিট হাউজে যায়
সময় সুযোগ পেলেই সে
বাই-সাইকেল চালায়।


ওত পেতে থাকে ছেলে
মোবাইল নিবে কখন
মোবাইলটা তার হাতে পেলেই
গেইমস খেলে তখন।


সুযোগ পেলেই টাকা নিয়ে
দোকানে সে যায়।
বাসার খাবার অনিহা তার
বাহিরের খবার খায়।


দুষ্টু হলেও মনটা নরম
আদর পেতে চায়
ফ্যামিলির সবাই অতিপ্রিয়
এক সাথে সে খায়।


নাসিফ ভূঁঞা দুষ্টু হলেও
মেধায় অনেক ভালো
দুষ্টু ছেলেই কোন একদিন
ঘর করিবে আলো।