কাউকে কিছু না বলে
বিদ্যুৎ গেল চলে,
গরমে শরীর সিদ্ধ হলো
গা ভিজল জলে।


বৈশাখ মাসে আম কাঁঠালের
ভীষণ মজার রস,
ঘামে শরীর ভিজে ভিজে
রস হয়ে যায় কষ।


কতো লোকের ভাষা গরম
ভদ্র লোকের রাগ
মূর্খ লোকের টাকার গরম
ব্যাঙ হয়ে যায় বাঘ।


আকাশ গরম বাতাস গরম
আরও গরম হাওয়া
এই গরমে শ্রমিক ভাইয়ের
হয় না কিছুই পাওয়া।