হঠাৎ দেখা
কাজী আলম ভূঁঞা
================


জনতা স্কুলে যাওয়ার পথে
হঠাৎ দেখা হলো
তোমার দেখা পেয়ে আমার
মনটা হলো ভালো।


ভাবনা তখন শুরু হলো
কেমনে হঠাই তোমায়
বায়ো-ডাটা জানতে গিয়ে
স্নরণ রেখো আমায়।


আবেগ-গন কথা লিখে
দিলাম তোমায় চিঠি
ভালোবাসার উত্তর পেয়ে
হাসি মিটি-মিটি।


প্রেম সাগরে হাবুডুবু
ভালোবাসার ♥️ ঢেউ,
গোপনে গোপনে পত্রালাপে
বিয়ের কথা কউ।


হঠাৎ করে কি যে হলো
কারফিউ জারি করে দিল।
চুয়াল্লিশ ধারা ভংগ করে
গেলাম তাদের বৈটক ঘরে।


ভাংগা গড়া জোড়া তালিতে
দর দামে কষা-কষি,
তীরে এসে নৌকা ডুবাতে
শীল-পাটার ঘষা-ঘষি।


জীবন মরণ বাজি রেখে
ভালোবাসায় গেলাম টিকে।
হঠাৎ দেখার ফল কি হলো
বধু সেজে ঘরে এলো।


নববধু সেজে তুমি
আসছো আমার ঘরে,
হঠাৎ দেখা সেই কথাটি
আজও মনে পড়ে।