আম্মু আমায় আদর করে নাম রাখছে কাজী আলম,
আব্বুও সাথে সমর্থন করছে শিশু ছিলাম যখন।


জন্ম আমার পহেলা এপ্রিল-১৯৮০(উনিশশত আশি) সালে ,
সে-দিনের সময় লেখা আছে বৃহস্পতিবার  বিকালে।  


আমার বাবার নাম ডাক্তার খোরশেদ উদ্দিন,
রাজনগর,কেন্দুয়া-নেত্রকোনায় ঠিকানাধীন।


নিজের নামটি সংক্ষেপে রাখছি আমি রানা,
সেই নামটি অফিসিয়াল আজও অজানা।


মাত্র মোরা সাত ভাই-বোন, চার বোন, তিন ভাই,
বোন চারটি সবার বড়, ছোট বোন আর নাই।


ভাইদের মধ্যে বড় আমি,পরের ভাইটি শাহ আলম
বাকি আছে একটি ভাই, নুরে আলম নাম তার।


জনতা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে
এসএসসি পাস করছি ১৯৯৭ সালে,
সেনাবাহিনীতে আমি যোগদান করছি- ৯ ই জানুয়ারি- ১৯৯৮ এর শীতকালে।


এইচ এস সি পাশ করছি আমি কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজ থেকে ( বাউবি)।
বিএ পাস করছি আমি কেন্দুয়া সরকারি কলেজ থেকে লিখে রাখছি তাতে।


৫-ই জুলাই ২০০৩ এ আয়শা আক্তারকে বিয়ে করছি কেন্দুয়া টাউনে,
দক্ষিণ রাজনগর সঃ প্রাঃ বিঃ শিক্ষকতা করেন তিনি সর্বজনই জানে।


আমি বর্তমানে ময়মনসিংহে সিএমপি কোরের সার্জেন্ট পদে আছি,
ক'দিন পরে অবসরে যাব এল এল বিতে ভর্তি হলাম উকিল হবো ভাবছি।


নিসা,নাসিফ ছেলে মেয়ে লেখা পড়া করে,
আকিফ ভূঞাঁ শিশু বাচ্চা খেলা করে ঘরে।


জীবন বৃত্তান্ত লিখে রাখছি আর যাবনা ভুলে,
সব কিছুই প্রকাশ করছি প্রাণের হৃদয় খুলে।