ঊনবিংশ শতাব্দীর শেষে..
কেন্দুয়া থেকে ময়মনসিংহ
যাইতাম আমরা বাসে।


দু'হাজার এর শুরুতেও..
কেন্দুয়া থেকে নেত্রকোনা
বাসের সংখ্যা কম ছিলনা।


ডিজিটাল উন্নয়নের যুগে
বিলীন হলো সকল বাস
কেন্দুয়াবাসীর  সর্বনাশ..!


গর্ভবতী নারী চড়েনা গাড়ি
রাস্তা-ঘাটের যে করুণ চিত্র..
হেঁটে যায় বিয়ের পাত্র।


সিএনজির যে দৌরাত্মা..
যাত্রীদের অ-পোষণীয় সময়,
জানমাল ও অর্থ।


কেন্দুয়া থেকে ময়মনসিংহ,
নেত্রকোনা - কিশোরগঞ্জ,
বাস চলাচল খুবই ফরজ।


বিদ্যুতের যে ভোগান্তি...
কী আর কমো?
সবার ভাষ্যই অশান্তি..!


দ্বিতীয়বারের এমপি মহোদয়
জননেতা পিন্টু ভাই,
অশান্তি আর দুর্ভোগ নয়
সবার ভাষ্য শান্তি চাই।
---------------
রচনাকাল : ০৭- ০৪-২০২৪
রাজনগর, রোয়াইল বাড়ী -কেন্দুয়া।