লোডশেডিং
কাজী আলম ভূঞাঁ


লোডশেডিং এর কথা নিয়ে
ভাবছি এখন আমি
বিদ্যুৎ বিল নিচ্ছে ঠিকই
কয়লার বিল বাকি।


আগে দেখতাম বিদ্যুৎ গেলে
আসতো একটু পরে
এখন দেখি কারেন্ট মিয়া
আসে না আর ঘরে।


সারা দিনেই রুদ্রের তাপে
গা ভিজে যায় জ্বলে
রাতেরবেলাও ঘুমাতে পারিনা
লোডশেডিংয়ের এর ফলে।


হ্যালো আমার বিদ্যুৎ ভাই
কারেন্ট গেলো কই?
গরম তাপে সিদ্ধ হয়ে
গাছ তলাতে শুই।


অটো রিকশা বন্ধ করতে
অভিযান লগবেনা আর
লোডশেডিং টা ধরে রাখলেই
ক্ষমতা নাই চলার।


শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল
করোনার ছিল দোষ
ছাত্ররা আজ পড়তে চায় না
লোডশেডিং এ বেহুশ।


ডিজিটাল যুগে কেন
এনালগের দিন?
মোমবাতিটাও নিভু নিভু
সংকট কেরোসিন।


বিদ্যুৎ খাতে কর্তৃপক্ষ
কাজ করিলে দ্রুত
লোডশেডিং এর সংকট কেটে
আগের মতো হতো।
-------------------