মানুষ হবো কবে
কাজী আলম ভূঁঞা
------------------
মানুষ রুপে জন্ম নিলেও
মানুষত্বের অভাব
আপনদেরও পর করেছো
কোন ধরনের স্বভাব?


ঘোষ বাণিজ্যের জীবন গড়ে
হারাম উপার্জনে
সুখে আছো মনে করছো
কাঁদিবে নির্জনে।


অমানুষ হয়ে করছো কেন
অসৎ জীবন-যাপন
বিপদে পড়ে-ই দেখো তুমি
থাকবেনা কেউ আপন।


পরপারে যে যেতে হবে
চির-স্থায়ী নও
চরম সত্য জেনেও কেন
মানুষকে ঠকাও।


হজ্জ পালন করে নাকি
মানুষ হয়ে যাবে?
এমন চিন্তা করলে তুমি
অমানুষ-ই রবে।