এসো মন খুলে হাসি,
দেশকে ভালোবাসি।
হাসি ছাড়া কথা নাই যার,
অহংকার কি থাকে তার?


এসো মন খুলে হাসি,,
সুস্থ্যতাকে ভালোবাসি ।
মন খুলে হাসে যারা,
হার্টের সমস্যায় কি ভুগে তারা?

আসুন দুঃখ ভুলে মন খুলে হাসি,,
সুখের স্বর্গ ভালোবাসি।
কোন কষ্টই কষ্ট নয়,  
যদি হাসি দিয়ে কথা কয়।


নিষ্পাপ শিশুদের হাসি,
সবাই কিন্তু ভালোবাসি।
হাসির মধ্যে থাকেনা তো পাপ,
সবাই গড়ে তুলি হাসির স্বভাব।


সমুদ্রের উত্তাল জোয়ারে,
সন্তানেরা কাঁধে চড়ে।
তাদের মনের ভিতর ভয়!
তবু হাসিতে-হাসিতে কথা কয়।


এসো মন খুলে হাসি,
সবাই সবাইকে ভালবাসি,
এসো মন খুলে হাসি,
আমরা দেশকে ভালোবাসি।