ময়মনসিংহের বুকে আমরা
এক টুকরো কেন্দুয়া বাসী।
একত্রিত হয়ে আমরা
ইফতার পার্টিতে আছি।


ময়মনসিংহের বুকে কেন্দুয়া সমিতি
অনেকেরই ছিল অজানা,
প্রায় পাঁচশত জনের উপস্থিতিতে
আজ সবারই হলো জানা।


আনন্দ মোহনের অডিটোরিয়ামে
ইফতার ও দোয়া মাহফিল,
ঈদ উৎসবের মতো যেন
হলো সবার মিল।


ময়মনসিংহের কেন্দুয়া সমিতির
যে গঠন প্রণালী
আমাকে ব্রীফ দিয়েছিল
ডা: আরিফুর রহমান বাঙ্গালী।


ময়মনসিংহের বুকে কেন্দুয়া সমিতি যারা প্রতিষ্ঠা করেছেন,
নিঃসন্দেহে সকলের কাছে
গর্ববোধ ও প্রশংসিত হয়েছেন।  


কৃতজ্ঞতা বোধ ও উৎসাহিত
করে গেলাম আমি,
ময়মনসিংহের বুকে কেন্দুয়বাসী
সোনার চেয়েও দামি।