দিবা-রাত্রি খুঁজে বেড়াই
প্রিয়া তুমি কোথায়?
স্বার্থ তোমার ফুরিয়ে গেছে
ভুলে গেছো আমায়!


মনের খাচা ভেঙ্গে ছুরে
উড়াল দিলে তুমি
ভাঙ্গাচোরার জোড়া তালিতে
আজও খুঁজি আমি।  


সুখের রাশি কেড়ে নিলে
দুঃখ পিছু পিছু
বেদনা ভরা মন নিয়ে
মাথা থাকে নীচু।


মনের জানালা খুলে আজও
চেয়ে আছি আমি
নিজের ভুল শুধরিয়ে যদি
ফিরে এসো তুমি।


কোন একদিন খুঁজে বলবে
প্রিয় তুমি কোথায়?
সেদিন হয়তো পাবে আমায়
ইতিহাসের পাতায়।