রঙ তুলিতে আরশি হাসে
কাজী আলম ভূঁঞা
----------------
পড়ার ফাঁকে খেলতে বসে
তুলি হাতে আরশি হাসে।
আঁকলো সে এক মস্ত ঘুড়ি
উড়িয়ে দিলো মেঘের দেশে।


রঙ বেরঙের পেন্সিল আর
কলম কেনার বায়না ধরে
মিষ্টি হাসির ফাঁক ফোকড়ে
আঁকতে পড়ায় ফাঁকি মারে।


নৌকা নদী মাঠ পাখি বিল...
হরেক রকম ছবি আঁকে।
সবার ভিষণ প্রশংসাতে
মন দিয়ে ফের আঁকতে থাকে।


রঙ তুলিতে আঁকা ছবি
পত্রিকাতেও প্রকাশ করে।
সেই খুশিতে আরশি মনি
মা-বাবাকে জড়িয়ে ধরে..


রঙ তুলিতে আরশি হাসে
সবাই তাকে ভালোবাসে।