সৈনিক জীবন
কাজী আলম


যাচ্ছ কোথায়?
দেশ রক্ষায়।
কেন ভাই,
সৈনিক তাই।


ডিউটি কয়টায় ?
আদেশের অপেক্ষায়।
কয় ঘন্টা?
২৪ ঘন্টা।


গিয়েছিলে কোথায়?
দুর্গম এলাকায়।
ঘামছ কেন?
হাসি ফুটায়।


ডিউটিই শুধু?
নারে বন্ধু।
আর কি করো?
বিডি আর্মি গুগলে দেখো।


ওরা কারা?
যৌথ বাহিনী।
তোদের সাথে?
অপারেশন মিলে মিশে।


সুপার হিট,
ভোটার লিষ্ট।
আর কি করিস?
পাসপোর্ট অফিস।


লোকে বলে মাটি কাটিস!
যুদ্ধের মাঠে কৌশল বুঝিস?
তোরা নাকি কাটিস ঘাস?
পরিচ্ছন্নতা, এ নিয়েও উপহাস!


শান্তি রক্ষায় কি করিস?
জাতীয় 🇧🇩 পতাকা উচু করি।
তোরাই-তো দেশের সুনাম,
দেশের জন্য সবই দিলাম।


তোরা নাকি বসে বসে খাস?
হুম,তোরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাস?
সরি! বুঝলে ভুল!
হেপি, আবার সার্চদে গুগল।


তোরা নাকি ইন্টার পাশ?
সততায় কিন্তু ফাস্ট ক্লাস।
এক দেশে দুই নীতি?
দেশ রক্ষায় তোদের ভয়! ভীতি।


ট্রেণিং কতক্ষণ?
১২ মাস!
কি কষ্ট!
একদম স্পষ্ট।


ক্লান্তি নাই?
রোবট তাই।
ছুটি কখন?
বাই - টার্নে।


তোদের নাকি 50% পেনশন?
এ নিয়েও টেনশন!
আহ, কি মরণ!
এটাই মোদের জীবন।


দুঃখ কি আর?
বদলি বার-বার।
ফ্যামেলী কোথায়?
দুই- নৌকায়।


খেলা- ধুলা?
সকাল -বিকাল।
পিটি-প্যারেড?
তাও সেইম।


আর কি করিস?
সন্ত্রাস দমন, ত্রাণ বিতরণ।
দেশ রক্ষার প্রশিক্ষণ,
নিয়োজিত সারাক্ষণ।


আছে কি পুরস্কার?
সালাম আর সন্মান।
বেতন কত?
ঋণ-গ্রস্ত।


মনটা হলো খারাপ,
বন্ধু আবার হবে সংলাপ।
এখন আসি তবে!
আচ্ছা! আবার দেখা হবে।