বুকটা কেমন জানি করতেছে ধরফড় ধড়ফড়,
তাই সন্তানের হাসি মুখটা দেখি একটু পর-পর।
সন্তান-ও কেমন যেন করতেছে হাহাকার,
বাবার আদর স্নেহ পাবে কবে আবার।


ভিডিও কলে দু-হাত উঁচু করে বাবার কোলে
উঠার জন্য সন্তানের কান্নায় দু'চোখ ভর্তি জল,
সন্তানের এই করুন দৃশ্যের আকুতি মিনতি
দেখে আমারও চোখ দুটি করছে টলমল।


ভাংগা ভাংগা শব্দে তোমার মধুর কন্ঠে
স্বর্গীয় সংকেত দিয়ে যখন ডাকো আব-বা,
তখন সকল প্রকার দুঃখ-কষ্ট দূরে ঠেলে
আনন্দে উল্লাসে দিতে ইচ্ছা করে পা-প্পা।


বাবা তোমার এই সরল চাহনি নিষ্পাপ হাসি
কখনো কেউ তো দেখেনি আমার চোখে,
খুব ইচ্ছে করছে আদর সোহাগ করে চুমু দেই
কপালে নাকে মুখে ও আদর করে রাখি বুকে।