ভবিষ্যতে আমরা সবাই সুখী হতে চাই
এখন থেকেই সেই ভিশনে কাজ করিয়া যাই।


সুখ যে হলো সোনার হরিণ বুঝতে পারছি ভাই
সুখের আশায় কাজ করিয়ে ক্লান্ত হয়ে যাই।


সুখের আশায় দিবা রাত্রি করে গেলাম কাজ
লাগানহীন মূল্যসপিটিতে কপালে পড়ছে ভাজ।


সুখের আশায় ঘর বেঁধেছি সুখী হবো বলে
পেটের দায়ে ঘর ছেড়েছি ঘাম ঝরাচ্ছি জলে।


সুখের আশায় ভালবেসে রঙ্গীন জীবন গড়ি
সুখ পাখিটা উড়াল দিয়ে গেলো অন্যের বাড়ি।


সুখী হবো সুখের আশায় সুখ খুঁজিতে যাই
সুখ পাখিটা ধরতে গিয়ে এই জগতে নাই।