আকাশ জুড়ে মেঘ জমেছে বৃষ্টি পড়ে দেশে
বাসা বাড়ির মাল-সামানা বৃষ্টিতে যায় ভেসে।


বাসা বাড়িতে পানি এখন করছে থৈ থৈ  
পুকুর পাড় ডুবে গেছে মাছ গেল কই?


ফসলাদী তলিয়ে গেল কৃষকের মাথায় হাত
কাঁচা বাজারে চরম মূল্য দিনকে করল রাত।


এই সুযোগে বিদ্যুতের লাইন করে দিল অফ
বৃষ্টির পানি চলে গেলে বিদ্যুৎ পাবে সব!


পানি নিষ্কাশনের ধারণ-ক্ষমতা হারিয়েছে ড্রেন
প্লানিং ইঞ্জিনিয়ার ফেল করেছে ব্যর্থ হল ব্রেন।


রাজশাহী ময়মনসিংহ গাজিপুর বৃষ্টিতে ভরপুর
আল্লাহর উপর ভরসা রেখ জনদুর্ভোগ হবে দূর।


বর্ষাকালের রূপ নিয়ে শরৎ এলো ফিরে
ষড়ঋতুর বাংলাদেশে অন্য ঋতুর ঘিরে।


শরৎকালে বৃষ্টি এলো রাস্তা-ঘাটেও পানি
জনদুর্ভোগে মানুষ এখন ঘরে বন্দী রাণী।