শোকের মাস,
শোকের মাসে কান্নায় ভাসে
কালো ব্যাজ পড়ে,
১৫ ই আগস্টের রক্তের দাগ  
বাঙ্গালীদের ঘরে।


শোকের মাসে তোমার ভাষণ
সারা দেশে চলে,
মুজিব তোমার বজ্র কণ্ঠ
কেউ যাবে না ভুলে।


মুজিব হত্যার রক্ত ঝরে
জমাট বেঁধে রয়,
মুজিব তুমি চলে গেলেও
ভুলার কেহ নয়।


মুজিব হত্যা লিখতে গিয়ে
শোকাহত হলাম,
লোনা জলে চোখ ভেসে যায়
তবুও লিখে গেলাম।


শোকের মাসের কবিতা লিখে
ইতিহাসের সাক্ষী হয়ে,
দেশের কবি, লেখক পরিচয়ে
থাকবো আমি রয়ে।


১৫ই আগস্ট শোক পালনে
সবাই দিলো যোগ,
বঙ্গবন্ধু চলে যাওয়ায়
সবার মনে শোক।


বেদনা আর শোক নিয়ে
বছর ঘুরে আগস্ট,
সারাদেশে পালিত হচ্ছে
জাতীয় শোক দিবস।
------------------