এই বয়সের জানালাগুলো
এত মায়াময় হয় কেন !
দুরত্ব টা একটু বেশী ই বটে ,,
এখান থেকে তোমার চোখের লাল
দেখতে পারি না তো আলতো করে ,
চাঁদের আলোর দরকার নেই...
দুরের ঐ মেঘ টেনে দাড় করাও তো !
না । তোমার চোখে না ...
জানালায় ... ছাঁয়া ঢাকতে ।


মায়াময়ীর চোখের ভাষা পড়তে আলো লাগে না ।।
বন্ধ জানালায় কথা বলে না চাঁদের আলো,
অমাবশ্যার কোঁটরে খুলে যায় জানালা-
ওপাশ টা জ্বলে ওঠে নিভে নিভে ।।