আজ আমি আর তোমার স্মৃতিচারণ করতে চাই না ।
যে পদচারণায় ভর করতো আমার সন্ধ্যা গুলো
সকালগুলো আলসেমি ছাড়তো যার এলো চুলে
যে মানবীর রাতকথা শোনার জন্য
চাঁদ নিবিড় হয়ে আসতো বয়স্ক পৃথিবীর নিয়ম ভেঙে
আমি আজ আর তার কথা বলি না ।


তুমি সুখ গুলো গুছিয়ে নিয়ে গেছো
তোমার আঁজলা ভরে ; তোমার মতন করে
আমি সময় করে উঠতে পারিনি আজো
নিজেকে গুছিয়ে নিতে ; তুমিই তো
চেয়েছিলে আমাকে তোমার মতো করে
আমি না হয় বুঝতে দেরি করেছিলাম ভালোবাসতে;
তুমি তো বলোনি কোনদিন
দিনভর চেয়ে থেকেছো আমার চোখে ।
বেখেয়ালীর সময় ছিল কবে অন্যের চোখে তাকাবার
তুমিই তো ছিলে শাসনের সিংহাসনে
রাণী হয়েছো আজ তুমি অন্য কারো
আমি তবু তোমার শাসন ভাঙতে পারিনি ।।


সন্ধ্যের শেষে রাত নামলে সর্ষে পাতায়
চাঁদ-তারারা নেমে আসে আমার চোখের বিজুলীতে
বিধান সভা গঠন করে প্রতিনিয়ত
আমায় শাস্তি দেয় , চোখে জ্বালা ধরায়
হৃদয় নামক বেচারা মাংসপিন্ডে
ধূপ পোঁড়া গন্ধে অতিষ্ঠ হয়ে যাই আমি ।


দুনিয়া জুড়ে আহ! এত চাঁদ
এত সকাল আর রাতের তারারা
তোমার পক্ষে নিশিপ্রহরের বৃষ্টিদানা
একরোঁখা শিশিরে জড়াজড়ি করে থাকা
শ্বেত গোলাপের পাপড়ি গুলো
সুযোগ পেলেই খুঁচিয়ে পেঁচিয়ে
জ্বালিয়ে মারে আমায় , অদ্ভুত !
যেন সবখানেই তুমি আছো
প্রতি চরণেই হোঁচট খাই যেন তোমার হয়ে
খুনসুঁটিতে লিপ্ত সব মুহুর্তগুলো
আমায় একাকীত্বে বুঝি নিঃস্ব করেই ছাড়বে।।


"বলেছি তো তোমায়-- ভালোবাসি "
কই আজ তো তোমার সময় নেই
আমার কথা শোনার ; আমায় শাসন করার
বিনা অধিকারেই অত্যাচার করে গেলে আমায়
সারাজীবনের বাকী জীবন তোমায় পেলাম না
আজ তাই তুমি আমার অস্পৃশ্য সুখ মানবী
অমরত্বের পঙক্তিমালায় নাম পরিচয়হীন 'রাজকন্যা' ।।