খোলা চুলে -- এলোমেলো,
স্বলপ বসনে
রাণী হেঁটে যায় ।
সন্ধ্যের আবছাঁয়া
রক্তের ছবি আঁকে--
মেঘবতী তাহার , সারা গা'য় ।।


চপল ও দেহের ভাঁজে
কাঁচা রক্তের ঘ্রাণ ,,
আকুলি-বিকুলি নাচে
শিহরিত মন ও প্রাণ ।
বাঁকাচাঁদ সিঁধা হয়ে
মেঘের দেয়াল চিরে উকি দেয় ।।


পায়ের পিঁচাশী হুলে
ধুলো-হাওয়া মৃত-প্রায়
মলিন ঘাসের বুকে
নিশ্বাস থেমে যায় ।
সন্ধার আঁচল ছিড়ে
পরী-রাণী , সরোসিনী
রাস্তা কাঁপায় ।।