কল্পনায় আজকাল
নিজের ভেতর অন্যকারো অস্তিত্ব
বড্ড বেশিই টের পাচ্ছি,
কেমন ঘোরের মধ্যে আছি।
ঘোরের মধ্যেই সে আমার
চোখের সামনে দিয়ে
জীবন্ত যেন তার আনাগোনা।


কেমন এক স্পর্শ আবেশে
ছড়িয়ে রেখেছে আমার চারিপাশ।
এলোমেলো বসন-ভূষন উড়ে উড়ে
আর স্নিগ্ধ-কৌশিকী সৌরভ
কেমন এক আচ্ছন্নতা,
সবই তোমার স্মৃতি
স্বপ্নের শেষে মিলিয়ে যায়,
ভেঙে যায় ঘুম
তবু আবেশে আচ্ছন্ন হয়ে আছি
কি দিবা কি রাত্রি
নিশীথ-শয়নে তার আচরণ
আরও অত্যাচারী হয়ে ওঠে।
আমি বিভোর।