হঠাৎ শোনা গেল অমুকের বুকে চর জেগেছে।
যে যার মত ব্যস্ত দিনে কেউ বুঝলো
কেউ বুঝতে চাইলোনা।
আমি দেখতে পেলাম দিনের পরে দিন
সেখানে সুধু চরই জাগেনি
আগুন জ্বলেছে বহুগুণ-শিখায়;
সে আগুনে কোন ছাই-ভস্ম নেই
দেখতে পেলামনা কোন দাহ্য-স্তুপও
সুধু আগুনই পোড়ে আগুনের-প্রকোষ্ঠে
আর দেখলাম বেহিসাবী প্রেমে
ঋণগ্রস্ত হৃদয়ের লেলিহান-আকার;
বড় হৃদয়ের হাহাকার, ঈর্ষায় জ্বলে-পুড়ে
গাঢ়-নীল জমেছে চর।...