অনুভূতি জুড়ে অবশ কেমন এক
ঘুমকাতুরে যন্ত্রণায়--- জ্বলছে হৃদয় আমার;
যেন গো-গ্রাসে আমি গিলেছি হেমলক
অথবা ক্ষুধার্ত আফিমের প্রলোভন।
একটা মিনিট চলে গেল;
আমি ডুবে গেলাম---
গ্রীক-পুরাণের সেই বিস্মৃতির পাতালপুরীতে,
লিথী নদীর অতল গহীণে।


না' তোমার সুখে--- আমার কোন জ্বলুনি নেই,
হিংসা নেই; বরং
তোমার খুশিতেই আমি হারাই বিহ্বলতায়
জ্বল-জ্বলে চোখ আমার জ্বলে ওঠে আলোয়
তোমার সুখেরই দোদুল্যমান ফোয়ারায়।


গ্রীষ্মের শেষ রাতে
কিছু মৌন সুরের মাঝে
তুমি নিজেই সুর হয়ে বেঁজে ওঠো---
লতায়-পাতায় বিস্মৃত
এই সবুজ-শ্যামলের ভাবালু ছায়ায়,
মায়ালু! তুমি বনপরী হয়ে ওঠো---
উজ্বল ডানার বনপরী!
গেয়ে ওঠো গলা ছেড়ে।


আহ! এক চুমুক; মাত্র এক চুমুক
তোমার কণ্ঠের গভীরে---
মহাকালের হাজারটা যুগ ধরে
ঘনীভূত হতে থাকা এক চুমুক
আঙ্গুরের রস দাও আমায়।
সুদূর ফ্রান্সের
মধ্যযুগীয় সেই সব সঙ্গীত
আর নৃত্যের ঘোরে--- সবুজের পেয়ালায়
গিলব তোমার ফ্লোরা ফুলের মত সুস্বাদ।


ওফঃ পরিপূর্ণ তোমায় উষ্ণ-গাহণে
আকণ্ঠ গিলে যাবো
নেশার বুঁদবুঁদ ঢেকুর তোলার আগ পর্যন্ত---
নীল হবো গাঢ়-নীল,--- এই রক্তরাঙা ঠোঁটে
ছেড়ে যাবো পৃথিবীর অজান্তে
অমরত্ব আর তোমায়
হারিয়ে নেবো আমাতে,
চলে যাবো তারপর।


***
John Keats এর Ode to a Nightingale এর প্রথম দুই স্তবকের ছায়া অবলম্বনে।
-আল আমীন।