কার এই বনভূমি? জানি;
আমি বোধহয় জানি।
তাঁর নিবাস এই পল্লীতেই
যদিও জানেন না তিনি--- আমি এখানেই
থেমেছি --- দেখতে এই বন,
ঘন তুষারে আবৃত এখন।


"কী অদ্ভুৎ ব্যাপার"!
ভাবছে ঘোড়াটা আমার;
"কাছে কি ধারে নেই কোন ক্ষেত,
কেন এখানে থামতে হলো ধ্যেৎ"!
ঘন বন আর তুষার জমাট এই হ্রদের পাশে,
মহাকালের অন্ধকারতম সন্ধ্যার আঁধার ঘনায়ে আসে।


অজানা ভুলের আশংকায়---
ঘোড়া তার গলায় ঘন্টা বাঁজায়;
ঠিক যেন বিবেকের পাল্লার মতো
বাঁজে আর থামে অবিরত।
একটু খানি শব্দ করে হালকা হাওয়ায়,
বরফ-জড়তা ঝরে ঝরে যায়।
মনোরম এই জঙ্গল ,
গভীর অন্ধকারের দঙ্গল;
কিন্তু একটাই আমার শপথ---
রাখতেই হবে আমার এই ব্রত,
"হাজার মাইল যেতে হবে আমার
মৃত্যুর আগে যত পথ আর;
মাইলের পর মাইল হাঁটতে হবে আমার
ঘুমিয়ে যাওয়ার আগে
এতটুকু সাধ জাগে।


মূল কবিতা: Stopping by Woods on a Snowy Evening
মূল কবি: Robert Frost
রূপান্তর: আল আমীন