পৃথিবীর সব নারী
আজ
শত-শতকের হাতের চুড়ি ভাঙার দলে।
সব
আমার উপর করছে অভিমান
আপন নৈসর্গিক রূপে
আড়াল করেছে আমার জীবন
মরণ-মরুভূমি ভেঁজায়ে রেখেছে
তাদের
আর্দ্র চোখের সারি-সারি কম্পনে;
চঞ্চলা দেহের অস্থির বাঁধন
আপন ছন্দে, স্ফীত উপমায়
অলংকৃত।


সব পৃথিবীর নারী
এবং পৃথিবীর সব নারী---
অভিমানী আজ আমার উপর।
আমি বলতে চেয়েছি যখন
শুনতে চায়নি তা,
শুনতে চায়নি কারো বলার অপেক্ষা।
যখন নিয়েছে আমায়
আমি বেখবর, অজন্মা;
জন্ম নিয়েছি যখন
সবাই অভিমানি।


জীবন ঝরা পালকে
আঁচড় দিয়েছে অনেকেই;
দেখতে চাইলেই লাপাত্তা;
কি?...
জানিনা,
কোন কি --- অজানা আমার?
কিছু কাহিনী?


"অভিমান ছাড়া নারী,
হিংসাহীন রুপ,
মানহীন সম্ভ্রম,
প্রেমহীন যৌবন---
কখনো
রমণে রমণীয় হয়ে ওঠেনা",
এ' তো জানলাম
আজ।
কিন্তু "পৃথিবীর সব নারী"!
কি অজানা আমার?
কোন সে অণু-পরমাণুর অসঙ্গত কাহিনী?...


০৮.০১.১০
আল আমীন
পাইকপাড়া, ফকিরহাট।