দেখেছ কি কেউ ---
হিমালয়ের জমাট কাঠিণ্যে
আবেগ-বিগলিত বরফ-শুভ্রতা?
যা "গ'লে গ'লে বিস্তারণ করতে চায়
নিজের অবস্থান;
টেনে নিতে চায় নিজের বাহুতলে---
সবই যেন সুধু তার"।


দূর্লভ এক প্রেমনীতিবোধ
কাজ করে তার আবর্তনে,
চাওয়া তার একটাই---
"শত কান্না-রাশির বিনিময়েও
এক তিল পরিমাণ ঠাই---
করতে পারলেই যেন
জীবনে শতধারা-স্বার্থকতার অহংকার।


এই হিম মাংসপিন্ডের আবহমান কান্না
এ তো চিরন্তন;
আবেগের হাওয়ার দোলে তা ঝরতে থাকে নিয়ত,
দৃষ্টি ঝা হয়ে আসে
এর দিক তাকিয়ে থাকলে;
দেখবে --- "তা বরফ-স্তুপ নেই,
পরিণত হয়েছে এলাচী ফুলের মহা-পর্বতে।
যা ক্ষত-বিক্ষত হৃদপিন্ডের
একটি কল্পিত আকার,
আবার দ্বিতীয় হিমালয় সম
ক্ষত হৃদয়ের রক্তে জমাট।


সবার চোখে তা পড়বেনা
হৃদপিন্ডের আকার---
ধারণ করেছে ফুলের পর্বত;
সম্পূর্ণ রক্ত জমাট,
চেনার উপায় নেই"।