শ্রাবণ-জীবনের সারসী তুমি
ক্ষণিকার জলে ছল হয়োনা,
কচুর পাতার মতন আমি
আমাতে গড়িয়ে পড়োনা।


আমি স্বপ্ন বাঁধিনি,
গাঁথতে পারিনি,
গাঁথা মালা ছিড়ে যায় বারবার,
আবার তুমি মালার পুষ্প হয়োনা,
শুকিয়ে যাবে রাতের শেষে আমি চাইনা।


কলার পাতার একটা ছাতায়
চাল বানিয়ে শ্রাবণে,
কত দিন আর রাখা যায় তারে
ভাঙার কুটিরের ঘরনে।
এর বেশি আর পারিনা আমি
ইচ্ছে হলেও পারিনা।
তুমি শ্রাবণ-জীবনের সারসী আমার!
ক্ষণিকার জলে ছল হয়োনা,
কচুর পাতার মতন আমি
আমাতে গড়িয়ে পড়োনা।