মেঘের গায়ে কাঁজলের প্রলেপ?
নাকি কাঁজল জমানো মেঘ,
ঠিক না বুঝে সন্ধ্যায় পড়লাম,
মেঘের কথা-ই মনে পড়লো সুধু।


শর্বরীর বিদগ্ধ শরীরের রং,
এ' যেন কৃশ নয়---
একটু ঘন জমাট, খানিকটা ভারী
এক নধর মাটির দলা।
হালকা মেদ জড়ানো
উৎসুক আলোয় পোড়া চোখ,
তার ঠোঁটে, জিহ্বায় ধূপকাঠির ছোঁয়া।
তারপরের রাত দেখার আগেই
সে ছায়ালোকের সঞ্চারিনী, মিলিয়ে গেল ধোঁয়ায়;
আমিই এক-জমাট কবিতা।