বেশ বলেছেন ! সুন্দর কথাটি আপনার---
তর্ক নিয়ে আপনি ওখানেই, অমনি থাকুন পড়ে!
আমার নেই সময় ওরকম কুন্ডুলী পাকিয়ে বসে থাকার।
সময় খুবই কম; যেতে হবে সেই পথ এখনো অনেক দূরে
স্রোত ভেঙে জলে, কাল ডিঙিয়ে তবে, যেতে হবে পথে এগিয়ে ;
বেনোজলে আমি ভাসতে চাইনা আর।


স্রোতের বিপরীতে নয়; চলার পথেই থমকে
দাড়াতে পারি খরস্রোতে বুক পেতে দিয়ে ---
ছাই-কাঁদায় লুটো-পুটি  সোনায় মোড়ানো আলোর ঝলকে
" বর্ণচোরা"  আমি--- জ্বলি ঘোর-তমসায় চকমকিয়ে।
ভীড়ের দৌড়ে পা দেখতে না পাও -- কালের দৌড়ে আমাকে
ঠিকই পাবে খুঁজে তুমি পরম্পরায় র'ব সেঁধিয়ে।


সেধে সেধে দিন কাটে আমার  সাধনায়;
হতে চাই আমি---   মহাকাল-নিংড়ানো দারুণ শুদ্ধতা,
নিত্য-নতুন ভোর--- চোবানো-সোনায়।
কান্না-হাসির প্লাবনে আমি জীবন-মৃত্যুর রুদ্ধতা,
ডঙ্কা শুনি ঘোর বর্ষায় ছন্দে উতলা তবু কবি আমি বলে যাই---
সন্ধ্যের আগে দিঘীর জলে, পদ্ম-ডাটার  ছায়ায় আমার মুগ্ধতা।
দেহ সর্বস্ব মাটি ছেড়ে--- আমি সময় -কাল উতরে যেতে চাই।
যদিও জীবনের দূরদর্শনে আমার বরাবরই ছিল নির্লিপ্ততা।