উত্তরের জানালায় মেঘ জমেছে পশ্চিমে যাওয়ার পথে;
চাপা-দীর্ঘশ্বাসের মতো অভিমানী মেঘ।
তারাগুলো পদ্মের মতো যেন--
ডুবতে ডুবতে মোহনীয় তৃষ্ণায়--- বারবার
আছড়ে পড়ছে মেঘের বুকে।
রাজপথের ক্লান্ত ধুলোয়--- কিশোরী রাত
এলোমেলো হেঁটে যায়;
নিয়ন চোখের তারায় তার অতৃপ্ত রং,
মলিন-স্কার্টে পথ বেয়ে যায় সে:
বিবাগী রাত।


০১.০৯.১৪