গল্পটা এখান থেকেই গোপন হয়ে যাওয়া উচিৎ।
এত সুখকর একটু সঙ্গ
অথচ কতখানি রাখঢাক করে চাপা দিয়ে রাখা।
কোন উষ্ণতার রেশটুকুও যেন ছুঁয়ে যেতে পারেনি,
ঠিকই চোখেই চেয়ে থাকা,
পাশের চোখের আকুলতা দেখার জন্য
সুনিয়ন্ত্রিত অস্থিরতা দু'কুলেই,
যদিও গল্পটার শেষ আর শুরু একই।


আজ সব অস্থিরতা চুলোয় যাক
সেটাইতো হওয়ার,
আর কাঁপুনিটুকু তোলা থাক সুধু স্মৃতি হয়ে;
কতটুকু মূল্য দেবে কালের খরা
নিজেই জানেনা তবু
চিনচিনে অনুভূতিটা বিদায় বেলায়
ঠিকই তো হামলে পড়েছিল!


এমন অত্যচারও সহ্য করতে হবে?
জানতাম? কি জানতাম না;
তবু এতটুকুই সত্য।


সত্য জন্মের হাজারটা আফসোস সুধু...


২২.১০.১৫
খুলনা