স্বপ্নগুলো আমার— এখন আর আমার নেই;
একদিন, আরেকদিন, অন্যদিনের মত—
আমি যে স্বপ্নগুলো দেখতাম,
তা আজ অন্য অনেকের হয়ে গেছে।
আমার এখন আর—
নিজের জন্যে কোন স্বপ্ন নেই;
আমার জন্যই স্বপ্ন দেখে সবাই—
আমাকে নিয়ে।


স্বপ্ন যদি হয় বালিয়াড়িতে— ভাস্কর্য তৈরির মত,
তাহলে আমার চোখ আজ:
"আলো-উৎসুক-বালিয়াড়ি"।
আর অন্য সবাই আংগুল দিয়ে দিয়ে
সযতনে ভাস্কর্য তৈরী করে আমার চোখে;
এখন, সে সাধনায় পূর্ণতা দেয়ার নিষ্ঠহস্ত-দায়ভার
সম্পূর্ণটাই আমার উপর।


অন্যের হয়েছি আমি।
এখন স্বপ্নগুলো অনেক— আমাকে নিয়ে।
এটাই ছিল কি সুপ্ত-স্বপ্ন আমার,
অন্যের হওয়া?
তবে পূর্ণ হয়েছি আমি;
স্বপ্ন আমার হয়েছে বিলীন অন্য হাজারে,
স্বপ্ন আমার অমলিন শত কালের চরণে—
দিন পাল্টে ভরে ভরে যায় চোখ আমার;
আমি কত জনের হয়েছি আজ।


০৬.১১.১৫
মো.পুর, ঢাকা-১২০৭