শরৎ বাবুর নায়িকা’রা বরবারই আমার প্রেমেই প’ড়ে। ঘটনাগুলো সবসময়ই কপাল কুন্ডুলার কুঁকড়ানো চুলে ত্রিঘটকের গিঁট লাগার মতো। আমি তো চাই দেসদিমনার রুমালে’ সে আমার নামটাই লিখে রাখুক, এফোড়-ও’ফোড় সুঁচ-সুতোর সেলাইয়ে…


আমার কাব্যের নারী’রা কেউই আমার প্রেমিকা হয়না; আজ এখানে আমি কবিতা লিখতে বসেছি, আমার প্রেমিকা’রা কেউ সে-কথাও জানেনা । কেউ নেই এখানে আমার স্মৃতি রোমন্থন ক’রে যাবে।


এখানে যখন প্রেমিকা’রা আসতো, আমিও এসেছিলাম, বিস্তৃত সরিষা ক্ষেত’ ফুলে ফুলে ভরা ছিল একদিন। এবারও সেই ঋতু; আমি এখানে; দেসদিমনা বুঝি আর মনে রাখেনি আমার নাম, ক্ষেতের জোয়ারে বিরান প’ড়ে আছে ভূমি, কেউ সরিষা বুনে রাখেনি। ঘাসের উপরে ব’সে আছি, কুয়াশা সিক্ত আকর্ষণে।
মন চাইছে রবি দাদুর সাধারণ মেয়ের সাথে কথা বলতে… পাহাড়ে যাবো।


গুরু শেলী, তোমার ভরতপক্ষী পাঠিয়ে দিও’ একদিন আমার আঙিনায়; একটু গান শুনবো ওর। এখনো যায়নি মনের জঞ্জাল; কীটস’র নাইটিঙ্গেল’ বনপরী হ’য়ে আসবে কবে, সেই অপেক্ষায় আছি।


২৪.১২.১৫
ভৈরব নদী, পাইকপাড়া ।