আবার আসিব ফিরে
মা গো আমি তোমারি কূলে,
আবার আসিব ফিরে সোনার বাংলায়
মা গো তোমারি বুকে।
সে দিন হয়তবা তোমার বুকের
এই সুনালি ফসলের মাঠ,
ঝোপ ঝাড়ের এই পাখপাখালির মেলা,
মাঠের সেই দুল খেলানো ধানের ক্ষেত,
আমার এই ছোট্ট বাগান,
এসব কিছুই থাকবেনা।
এসবই মিশে যাবে কালের বিবর্তনে ॥
হারিয়ে যাবে এই গৌরব,
তবুও আবার আশিব ফিরে সোনার বাংলায়,
মাগো তোমারি কূলে ।