আজ এই দিবসে মোর একটি কথাই মনে পড়ে
রাষ্ট ভাষা বাংলা চাই
এই শ্‌েলাগানটি  যে ছিল
৫২-এর ২১-শে ফেব্রুয়ারীর
ঐ ছাত্রদেও মিছিলে।
ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্রদের
ওাখতে দামিয়ে গুলি করল তারা
মির্জাফদের নির্দেশে।
ওদের গুলিই শহীদ হল
বাংলার দামাল ছেলে ।
নিজের বুকের রেক্ত ঝড়িয়ে
তারাই উঠাল গড়ে
বুকের তাজা রক্ত  দিয়ে।
ঐ শহীদ মিনার টিকে।
রক্তের মালা গেথে,
সকাল সাঝে খালি পায়ে,
হেটে হেটে সেখানে গিয়ে;
উপহার দিল সালাম,বরকত,
রফিক,শফিক,জব্বার কে।
ইতিহাসের পাতায় লিখাল তাদের নাম
কে বা জানত তারাই রাখবে বাংলার মান।