হাতে,ইট,পাথর,সিমেন্ট ভরা বসত্মা
কাধে তুলে নিয়ে সিরি বেয়ে উঠছে উপর ঔরা,
এবস নিয়ে বড় বড়প্রসাদ গড়বে তারা।
কিন্তু এবস তাদের জন্য নয়!
এসব তাদের জন্য,যারা মানী;
তারাই সমাজের মানী
যাদের আছে টাকা কারি কারি।
ওদের কষ্ঠে ঝড়ানো ঘামে
পাথর মিশে যাবে পানির সাথে;
তবুও একটুও নরম হবেনা
ধনী,মানীদের পাশান্ড হৃদয় খানা।
এত পরিশ্রমেও পায়না তারা তাদের নেয্য পাওনা ॥
শহরের ধনী,মানীরা জানেনা,
ওদের মনে কত আছে দুঃখ চাপা।
কিন্তু তারা না জানলেও
জানে কাননের ফুল,ভূবনের পাবন;
আরও জানে এই ধরার ধূলি কনা।
তারা সবাই জানে
ওদের আছে কত কষ্ঠ ব্যথা ॥