আর কতো অপেক্ষার প্রহর গুনতে হবে প্রিয়তমা,
সেই যে কোনো এক বসন্তে এসে গায়ে মেখে দিলে
অনিন্দ্যসুন্দর হিমঝুরি, দেবকাঞ্চন আর মধুমঞ্জরী।।


সেই থেকে তোমার প্রতিক্ষায়,
শিউলি ফুলের মত আজ ভেতরটা গুমরে মরছে।
তোমার জন্যে আমি লাগিয়েছি টগর,
রাজানিহাসা, মালিকা, অপরাজিতা।
তোমার খুপায় বাঁধবো বলে কুরিয়ে এনেছি সাতটি কদম।


বকুল ফুলের মালা আমি রাখিয়াছি গাঁথিয়া,
তোমাতে দিবো আমি খোপাতে বাধিঁয়া।।


শিউলি ফুলের মত গোপন ব্যথা আজ আমি পাগল।
এখন বসন্ত পেরিয়ে গ্রীষ্মের তাপদাহে,
বৈশাখী ঘূর্ণিতে আমি লন্ডভন্ড।


যাওয়া বেলায় যে বলেছিলে "আমি............ "
আমি কি???? আজও আমি তোমার প্রতিক্ষায় আছি।