বাংলাকে ভালবেসে যারা জীবনটাকে বিলিয়েছি
তারাই তো প্রকৃত বাঙ্গালী।
ভালবেসেছে যারামায়ের মুখের ভাষা
জীবনটাকে বিলিয়ে দিয়েও ক্ষানত্ম হয়নি তারা।
মায়ের ভাষাকে রক্ষা করতে
সদা প্রস্তুত ছিল তারা।
ভয় পায়নি তারা গুলির গর্জন॥
মনে ছিল তাদের একটি কথাই স্মরণ,
বাংলাই আমার মাতৃভাষা।
এই ভাষকে ফেলে রেখে -মোরা
কোথাও যাবনা।
বাংলা ভাষায় বলব কথা
হাসব মোরা বাংলায়।
মোদের উপর হউক যতই নির্যাতন॥
যতই করা হউক মোদের হত্যা
তবুও মোরা হাল ছাড়বনা,
যতক্ষন না হয় বাংলাই রাট্ট ভাষা।