শুধু তোমার জন্য মাগো মোরা
দিয়েছি বুকের তাজা রক্ত ঢালি।
শুধু তোমার জন্য মাগো মোরা
গড়েছি প্রাচীর ঘেরা দুর্গ ঘরে ঘরে।
শুধু তোমার জন্য মাগো মোরা
জীবনে দিয়েছি বিলিয়ে।
মাগো তোমায় মোরা রক্ষা করতে
অকাতরে দিয়েছি বিলিয়ে প্রাণ,
শত্রুর সাথে পাঞ্জা লড়েছি,রেখেছি তোমার মান।
ছোট্ট বোনের ভাইয়া ডাকটি আমি পারিনি শুনতে,
মমতা ময়ী মায়ের পরশ পাইনি আমি এই চিত্তে ।
এত কিছু দিয়ে আমি পেরেছি তোমায় কিনতে,
তোমার আচঁল তলে আমি ভিজছি অশ্রু জলে।


আজি জনতা তোমার সামনে,
উত্তর তোমায় দিতেই হবে আজিকে।


কবিতাটির রচনার তারিখ :
২৬/০৩/২০১১