ঘুম ভেঙ্গেছে পাখির ডাকে
ঊষার আলো দুয়ারে আঘাত হেনেছে;
আমার  প্রাণে বাজায় বাশির তানে,
পাখির কলরবে মোর মন যায় ভরে।
পাখির কলরবে হয়েছে মুখর
রাত্রি শেষে ঐ ভোর বেলা।
রাত্রি শেষে প্রভাতে হয়েছে
তাই গুন করছে
গানে গানে ডাকছে মোদের তারা।
তাদের ডাকে ভোর হয়ে যায়
রাত্রির ঘন আধারে যায় কেটে,
অন্ধকার দূর হয়ে যায়;
পাখ পাখালির ডাকে।