কিছুই সহজ নহে, বেদনা সহজ নহে,
বিরহ সহজ নহে, মিলন সহজ নহে।
কী তবে সহজ?
কিছুই সহজ নহে যদি, নদী কি সহজ?
নাকি সহজ কঠিন? সহজ কঠিন ভেবে
কঠিনেরে ভালোবাসিলাম।
কঠিনের বঞ্চনার মুখ তবু কি সহজ?
প্রহরে প্রহরে জাগি দেখি নিত্য
কঠিনের মুখ জ্বলে চারিপাশে।
কেহ দূরে যায়, কেহ কাছে আসে,
কেহ করে ঘৃণা, কেহ ভালোবাসে।
ভালোবাসা কি সহজ, নাকি ঘৃণা?
জীবন সহজ নহে, মরন সহজ কিনা,
আমরা জানি না।
হয়তো সহজ কাছে আসা, তাই কাছে আসি,
হয়তো সহজ ভালোবাসা, তাই ভালোবাসি।
যখন সহজে কিছু পাই, ভাবি,
সহজ ছিল পাওয়া,
যখন হারাই ভাবি, হায়,
এমন সহজে চলে যাওয়া শিখেছে মানুষ।
তারপর দূরে বসে সহজের সাথে
কঠিনেরে যখন মিশাই। দেখি শুধু
জীবন বিষাই নীল নৈঃসঙ্গের বিষে।
বিষ কি সহজ, নাকি সহজ অমৃত?
সহজ আনন্দ ছিল কিসে, মনেও পড়ে না।
জীবনের দেনা শুধু বাড়ে চক্রবৃদ্ধি হারে;
শুধিতে পারি না ঋণ, বুঝি সহজ ছিল
না রাত্রি, ছিল না সহজ কোনদিন।