বন্দী
~স্ব.নিনাদ
মাত্র চারটে দেয়ালে আস্ত একটা পৃথিবী-
আঁটসাঁট জামায় হাঁসফাঁস লাগে।
তারি মধ্যে শিকলের জীবন
দু'মুঠো অন্নের দেনায় আজ দেউলিয়া।
শরীর নিংড়ে দেয়া ঘাম-
দিতে পারেনি শোধ
তৃষ্ণার্ত আত্মার যত দায়-
এ জীবন তার জন্মের দেনা।