মানুষ চেনার দায়
অনেক দিয়েছ বন্ধু
হয়েছে অনেক খেলা।
আসুক সন্ধ্যা, আসুক অমানিশা
আসুক যত শ্বাপদ, কর্বুর
ভয় করি নাকো
হলে হোক শত বজ্রাঘাত।


গহীন অরন্যে হোক ভোজসভা
বাজুক প্রলয় বীণা,
অমাবস্যায় হব পথহারা
ফিরে আসার নেই তাড়া।


একাকী আমি ছেড়েছি যে ঘর
কিসে মোহ-মায়া,কিসের চরাচর;
ফিরিবার পথ ভুলে গেছি কবে-ই
পিছু ডেকে কেন দাও বঞ্চনা !


মানুষ চেনার দায়
অনেক নিয়েছি বন্ধু
কেটেছে অনেক বেলা।
এখন আমার নেই কোন ভয়,
এখন আমি আর কারো নয়,
মুক্ত বিহঙ্গ হয়ে ছুটে চলা,
নিজের সাথেই যত কথা বলা।


চুকিয়ে দিলাম সব লেনাদেনা,
মিটাও তোমাদের সকল অভাব
শূন্যে ভাসা-ই আমার স্বভাব
হলে হোক সব তোমাদের
ধুলোমাখা থাকুক শেষ পরিচয়।


(২৩/০৬/২০১৭)