একটু অবসর পেলে
আমি হেটে চলি দিগন্ত জুড়ে
একটু অবসর দিলে
আমি খুঁজে ফিরি অবারিত নীড়ে।


ছুটে যাই এত কাছে
তবু আরো দূরে বসে
আকাশের নীলে লেপ্টে থাকে ক্লান্ত দুপুর,
গোধূলির বুক ছিঁড়ে নেমে আসে একলা বিকেল!


আরো দূরে নিয়ে যায়
আরো একা করে দেয়
নেমে আসে অন্ধকার
সাথে এক জীবনের ভার-
নিশীথের গভীর ছুঁয়ে ন্যুয়ে পড়ে প্রান।


জেগে থাকে এক জোড়া চোখ
জেগে থাকে একলা আকাশ-
এক বুক শূন্যতায়।