তখন আমি নিতান্তই বোকা ছিলাম
ছিলাম একান্তই তোমার
দৈন্য সময়ের বিশাল শান্ত সমুদ্রে
ঢেউ ছিল,
পাখিদের উড়াউড়ি ছিল,কূজন ছিল
এক মস্ত জাহাজ
সময়ের ঐশ্বর্য নিয়ে
অতিক্রম করেছিল বিস্তীর্ণ জলরাশি
একবারও নোঙর ফেলেনি
একটু থেমেও দেখেনি -
কতটা গভীরতা নিয়ে
অনন্তকাল ধরে
দাড়িয়ে আছি প্রতীক্ষায়।


একদিন গর্জন ছিল,তরঙ্গ ছিল
ঝড় হাওয়া ছিল,বিজলী ছিল
নিশীথে জোছনার ঢল ছিল
কুহুক কাকলির কন্ঠে ভালোবাসা ছিল।
কিন্তু আজ মর্মর শব্দে ঝংকার।


এখন আমি বোকা নই
কত জাহাজ অতিক্রম করে
কেউ কেউ নোঙরও ফেলতে চায়
উত্তাল ঢেউয়ের ফণা তুলি -
ডুবে যাবার ভয়ে সবাই পালায়
সময় এখন অস্তগামী সূর্য
পালাও পালাও
বন্দরে অনেকে অপেক্ষায়।
(সেপ্টেম্বর, ২০১৮)