এক.
ইচ্ছে হলে জল দেব মূলে, ইচ্ছে হলে আগুন
শীত, বর্ষা সব দেব আমি, ইচ্ছে হলে ফাগুন!


দুই.
আজ কবিতার শরীর রাঙাব
আমার চঞ্চুর উষ্ণ-রঙে।
কবিতা-আমি একাকার হবো নিষিদ্ধ কবিতালয়ে।


তিন.
সময়ের নাম পাল্টিয়ে ‘ইতিহাস’ রাখলাম।


চার.
আমারও একটি ‘ময়ূরাক্ষী’ আছে
আমি তাকে ‘কল্পনা’ নামে জানি।


পাঁচ.
কবিতা এসেছিল দেবী হয়ে
কিন্তু চলে গেল সন্ধ্যাতারা হয়ে।


ছয়.
আটলান্টিকের গভীরতা নির্ণয়ে আমার অনামিকাই যথেষ্ট।


চ১৬০১২৫