তারার গন্ধে  জ্বলে উঠে হৃদয়
ক্ষয়ে ক্ষয়ে জ্বলে তুষের অনলের মতো
বাড়তে থাকে দহন-
এক-দুই-তিন-চার সংখ্যা বড় হওয়ার মতো
এ অনল উৎসহীন অনিয়ন্ত্রিত-
জানি আমি, জানে সন্ধ্যাতারা।
অতঃপর একটি নিষিদ্ধ আমন্ত্রণ...
দহনে পুড়ে হৃদয়
                 শরীর
                 আমি
                 এবং সন্ধ্যাতারা।
সর্বোচ্চ দহনে পুড়ে আর পুড়ে!
এ পুড়াতেও একটি শূণ্যতা আছে
জানি এ শূণ্যতা পূরণীয় নয়
শূণ্যতার মাঝেও দহনের সুন্দর পরিসমাপ্তি ঘটে
হয়তো শূণ্যতাই সুন্দরের উৎস।


সুন্দর থাকুক শূণ্যতা
সুন্দর থাকুক সন্ধ্যাতারা
সুন্দর থাকুক আমাদের পৃথিবী।


গোপালগঞ্জ/২৫.০১.২০১৭