আমি জেনে গেছি- বিন্দুই সিন্ধুর উৎস।
দৃষ্টি থেকে শুরু হয়ে একটি রঙ-বিন্ধু জমেছিল হৃদয়ে
তারপর তা কতোখানি জুড়ে ছড়িয়ে পড়েছে-
জানেন ঐ একফাঁলি বাঁকা চাঁদের মালিক, হৃদয় আর আমি।
প্রথম সেই দৃষ্টি ছিল মানিকদাহে প্রথম সাক্ষাতে-
অ্যাশরঙা বারহাতি চাদরে জড়ানো সুনয়না সুন্দরি সুস্মিতার প্রতি
এ দৃষ্টি আমাকে অন্য একটি দৃষ্টি খুলে দিয়েছে
যেখানে আমি অনেক দূর দেখি- রাঙানো আল্পিত পথ
ঐ পথের প্রান্তে এক স্বর্ণালি ভোর অপেক্ষারত।
আমি সেই ভোরের পথের যাত্রী...


গোপালগঞ্জ/৩১.০১.২০১৭