'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।'
বজ্রকণ্ঠে এ কথাটি আবার ঘোষণার জন্য-
আরও একটি ৭ই মার্চ দরকার
এবং আবার বঙ্গবন্ধুকেই দরকার।


আমরা মুক্তি চাই, গণতন্ত্রের মুক্তি চাই।
আমরা বাঁচতে চাই, অধিকার নিয়ে বাঁচতে চাই।
আমরা স্বাধীনতা চাই, কলমের স্বাধীনতা চাই।
আমরা স্বাধীনতা চাই, মতপ্রকাশের স্বাধীনতা চাই।
আমরা স্বাধীনতা চাই- সত্যকে সত্য বলার,
আমরা স্বাধীনতা চাই- মিথ্যাকে মিথ্যা বলার।
আমরা অন্যায়ের প্রতিবাদ করার স্বাধীনতা চাই।


জানি, ৭ই মার্চ আসবে
বঙ্গবন্ধু, তোমাকে খুব দরকার, বড় বেশি দরকার
এ বাংলার আকাশ, বাতাস, মাটি ও মানুষ-
আজ অধীর আগ্রহে তোমার অপেক্ষায় আছে।
ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত মুক্তিকামী কোটি জনতা
তুমি আসবে, আবার বজ্রকণ্ঠে ঘোষণা করবে,
'তোমাদের যা কিছু আছে তা-ই নিয়ে ঝাঁপিয়ে পড়।
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।'
পথপানে চেয়ে আছি, বঙ্গবন্ধু তুমি কবে আসবে?