মন যে তোমার চুলে বাধা
ফিরে যায় বারে বারে
মন যে বড় আনমনা সে
খুঁজে ফেরে তোমারে।


সকালের ঘুম ভাঙে তোমাতে
দুপুরের ঘুমে তুমি,
তোমাকে খুঁজতে রাস্তা খুঁজি
নিজেকে হারায় আমি।


প্রজাপতি ওড়ে, ফড়িং ওড়ে
ওড়ে তোমার ওড়না
বুকের পাখি উড়ে যায় দূরে
বুকে আর রয় না।


ওড়না ওড়ে, ভালোবাসা ওড়ে
আমি ছুটে যায় পিছু
কেনো ছুটে যায়, কেনো যে যায়
জানি না যে তার কিছু।


হঠাৎ করে কাক ডেকে যায়
মাথার উপর দিয়ে,
কী বলে যায়, কী যে বলে
হয়তো তোমায় নিয়ে।


আমি চলি নিজের মতো
তোমার পথ ধরে,
হয়তো তোমার পদধূলি
পথে আছে পড়ে।